‘আমি নয় আমরা’ রচেছিনু আমাদের শাসন বিধান ;
নিরপেক্ষ , ন্যায়াধিকারের কিরণে উদ্ভাসিত নব সংবিধান।
গণতন্ত্রের শপথ নিয়েছিনু,, সমানাধিকারের অঙ্গীকার ;
সাক্ষী ছিলে তুমি নব সূর্যোদয়ে, ভেবেছিনু ,কাটবে সকল আঁধার ।
জাগ্রত হবে দেশের মাটি, জাগ্রত হবে স্বদেশপ্রেম ;
সংখ্যাগরিষ্ঠের মতের পাশেও অটুট রবে মানবপ্রেম।
দূর হবে যত শ্রেণিবিভাজন,দুর হবে যত শোষণের ক্লেশ ;
গণতন্ত্র-ই বীজমন্ত্র, নতুন প্রভাতে নতুন দেশ।
গণতন্ত্রের বড়াই করি,তবু আজও কেন চলছে শোষণ ;
ধর্মনিরপেক্ষতার বর্ম পরেছি ,তবু ধর্ম নিয়েই শ্রেণিবিভাজন ।
স্বপ্ন দেখি ...নতুন ভারত... মানবতায় ঘেরা ...
আজি এই দিনে নতুন শপথ –মহান ভারত গড়া।।