অন্তহীন প্রেমের অঙ্গীকার তো ছিলই আগে থেকে
তবে আজ আবার কেন  প্রেমের  নবীকরণ  থুড়ি  স্মরন দিবস!
যাক্ গে, আইডিয়া টা মন্দ নয়...প্রেমের সূচনার নিবন্ধিকরনের
জন্যে  কোন দিন, নির্দিষ্ট  থাকার দরকার নেই ,এটা মেনে নিলেও...
"প্রেমের জোয়ারে ভাসাব দোঁহারে...বাঁধন খুলে দাও...দাও দাও দাও...."
কবিগুরুর  বানী, কেন জানি না  বারেবারে  হৃদয়ের অন্দরে গুঞ্জরিত হয়.…।
ঠিকই তো,বিশ্বব্যাপী আজ যে চাই  শুধু প্রেম .,  চাই শুধু ভালোবাসার  আলো...
দূর হবে  তবে   সংকীর্ণতা  ,ঘুচবে   বিষন্নতার যত কালো।

হোক না  আজ ,অপ্রকাশিত প্রেমের বাঁধন খোলার আড়ষ্টতা কাটানোর দিন....
হোক না তবে আজ ,নিখাদ অনন্ত প্রেমের  অঙ্গীকার উদযাপনের দিন....।
চল তাহলে পালনই করি  ভ্যালেন্টাইন দিবস, ক্ষতি কি....কিন্তু ,কি  করে ?
.মনের লেন্সে ভেসে ওঠে.... পুলোমাওয়ায়  কফিন গুলি শায়িত  সারি সারি..
ভুলি কী করে,বীর শহিদের রক্তে রাঙানো আজ ই যে সেই  ১৪ ই ফেব্রুয়ারি।
বল না তোমরা ....আজ আমি কী যে করি....আমি  আজ কী করি ...
"ফুল  নেব না অশ্রু নেব , ভেবে হই  আকুল ....
নয়ন ভরা জল  ...  আঁচল ভরা ফুল...." ;  বল না কী করি?
14. 02.2 020 @prabirde66