জন্মের জন্য অগ্রগণ্য হল বাবা
জীবন বিনিময়ে জীবন দিয়েছিল বাবা
সারাদিন কাজ করে আহার জোগাড় করে বাবা
রাতে ঘরে ফিরে দুহাতে জড়িয়ে ধরে বাবা
বিপদের ভয় থেকে আমাকে সরিয়ে রাখে বাবা
এগিয়ে চলার পথে সাথী হয়ে সাথে থাকে বাবা
শৈশবে কৈশোরে ভরণ পোষণ করে বাবা
বাবা বলে ডেকেছিল প্রথম আদর করে বাবা
শরীরে আমার যত রক্ত প্রবাহিত
পিতৃ পরিচয়ে যেটুকু পরিচিত
বংশের গৌরব যতটা পেয়েছি সব বাবার
আমার নামের পাশে যে নাম প্রথম আসে বাবার
তোমার জন্য এই প্রাণটা বড়ই কাঁদে বাবা
উৎসাহ হয়ে তুমি হাত রাখ মোর কাঁধে বাবা
ভুল পথে যাই যদি শাসন করে যে জন বাবা
কখন কি প্রয়োজন খেয়াল করে যে জন বাবা
শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যাকে দেখে বাবা
সবচেয়ে খুশি হয় আমাকে সফল দেখে বাবা
বয়স যতই হবে তবুও ছোটটি ভাবে বাবা
সন্তান সুখী হলে প্রকৃত সুখী হবে বাবা