বলতে পারিনি তোমায়
কালবৈশাখী ঝড়ের রাতে , ছেলে বেলায় আম কুড়াতে কুড়াতে ,
আগুন ঝড়া দুপুরে বট বৃক্ষের ছাঁয়ায় পাশাপাশি বসে
চোখে চোখ রেখে হাত দুটি ধরে ।
বলতে পারিনি তোমায়
বর্ষার রিমিঝিমি বৃষ্টিতে লুডু খেলার ছলে
দুপুরে খোলা জলে সাঁতারের কালে
বাঁশের সাঁকোতে বসে পা দোলাতে দোলাতে ।
বলতে পারিনি তোমায়
চাঁদকে সাক্ষী রেখে জ্যোৎস্না রাতে শাপলা শালুকের বিলে
নদীর তীরে কাঁশ ফুলের বনে
শারদীয় উৎসবে দশমীর মেলাতে
অষ্টমীর সন্ধ্যায় প্রদীপের আলোতে
উৎসবে মেতে থাকা দীপাবলী রাতে ।
বলতে পারিনি তোমায়
কুয়াশা ভেজা দূর্বা ঘাসে খালি পায়ে হাঁটতে হাঁটতে
চোখের পাতা ভারি হয়ে গেছে কুয়াশায় ভিজতে ভিজতে,
দুপুরের মিষ্টি রোদে পুকুর ঘাটে স্নানের অপেক্ষাতে
বিকালের লুকোচুরি, গোল্লা ছুট খেলাতে ।
বলতে পারিনি তোমায়
চারিদিকে সুগন্ধ পলাশ , শিমুলের শাঁখে,
নিরব , নিঝুম , নিস্তব্ধ ফাগুনের রাতে ,
চৈত্র সংক্রান্তি চড়ক পুজার মেলাতে ,
পহেলা বৈশাখে ঘুড়ি উড়ানোর খেলাতে ।
বলতে পারিনি তোমায়
ভালবাসি , খুব বেশী ভালবাসি তোমায় ।