সেই আঁকা বাঁকা পাহাড়ী পথের
অজানা কোনো মোড়ে,
আবার ছুটে যাওয়ার তরে
হৃদয় ব্যাকুল করে ।
সেথায় সবুজ হাতছানি দেয়
কুয়াশার চাদর মুড়ে,
হঠাৎ করে বৃষ্টির ছটা
মনকে উদাস করে।
জীবন্ত হই প্রান ভরে
সূর্য এখন মধ্য গগনে,
গ্রীষ্মের মত গনগনে রোদ
তাপে পুড়ছে চারদিক।
মানুষ,পশু,গাছ,পাখি,ফুল,
পুড়ছি আমি,পুড়ছে মন।
পুড়ে শুধু ছাই হচ্ছে সব,
শুদ্ধ হচ্ছে না কিচ্ছু।
বিশুদ্ধতার অস্তিত্বই বিলিন হয়ে
যাচ্ছে পৃথিবী থেকে,
অশুদ্ধের চক্রব্যূহে পরে শুদ্ধতা দিকভ্রান্ত
আমরা সবাই আজ অভিমন্যুর দলে।।