১৫ই আগস্ট ১৯৭৫ সালে
বাংলার আকাশ ঢেকে গেলো কালো মেঘে ।
চারিদিকে হায় হায় কান্নার রোল
সব মানুষের মুখে একই বোল ।
হারিয়ে গেলো বাংলার কর্ণধার
শেখ মুজিবুর রহমান নেই যে আর ।
কি করিবো , কি হবে, কিভাবে উঠাইবো পাল
কেমনে , কে বা ধরিবে নৌকার হাল ।
স্তব্ধ হলো থুবড়িয়ে পড়লো উন্নয়নের ধারা
কেবা ধরবে বঙ্গবন্ধুর বাংলার রথের চাকা ।
কোনদিন কি পাবো ফিরে এই মহা মানবকে ?
সারাটা জীবন থাকবে বাংলার মানুষের মনে ।
৪৭ বছর পরেও আজ শোকের দিনে
বসে আছি আমরা ভারাক্রান্ত হৃদয়ে ।
আমাদের ঘরে আজ এসেছে নতুন অতিথি
মুখ ভরা তার সূর্যের জ্যোতি ।
বুক ভরা তার স্বপ্ন লালিত
বাংলার মহা মানব মহান বঙ্গবন্ধুর মতো ।
কেঁদেছিল শুধু সারাদিন রাত
মনে কি পরেছিল তার ৭৫রের সেই রাত ।
কাঁদে না , কাঁদে না হে নতুন অতিথি আর
আজ থেকেই শফত তোমার নতুন বাংলা গড়ার ।
যাকে হারিয়েছিলাম দিনে ৪৭ বছর আগে
নতুন করে আবির্ভাব আজ বাংলার ঘরে ।
তোমারই মত জীবন গঠন করো হে বীর
অন্যায়ের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল তোমার শির ।
স্বাধীনতার অপশক্তি আজও আছে বাংলায়
হে নবীন বঙ্গবন্ধু তোমার জ্বলে উঠা দরকার ।
মনে পড়ে ? জ্বলেছিলে ৬৬, ৬৯ ও ৭১ সালে
এখনও কেন নিরব তুমি বাংলার মান বাঁচাতে ।
যেসব স্বপ্ন মনের ভিতর করতে পারনি পূরন
তাইতো আবার নতুন করে নিলে তুমি জনম ।
তোমার জীবন গঠন তুমি করবে এমন করে
তোমার অভাবে যেন বাংলা কেঁদে মরে ।
কেউ করবে অবহেলা , কেউবা দেবে জান
তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।