ক্ষয়িত অন্বেষণ
প্রসূন বিশ্বাস
ওরে তুই কেমন আছিস বল ?
কতোদিন শুধায় নি তোরে ,
অনুভবে শুধু তোর ব্যথায় কাঁদায়।
কি হারিয়েছি মোর জীবনের খাতায়।
পাইনা আজও ঐ হৃদয়ে র পূর্ণতা।
রয়ে গেছে অব্যক্ত সুখের ব্যাকুলতা।
সারাজীবন পাশে রইবো যে কথা দেয়।
সবার আগে সে অতলে হারিয়ে যায়।
রেখে গেলি স্মৃতির বেদনাময় অধ্যায়।
কোথায় খুঁজি কোন ছায়াময় অজানায়।
দায় রয়েছে মোর কিছু বেদনাক্ত অগোচরে।
মরচে পড়া স্মৃতির গভীর বালুচরে।
হারানোর বেদনা মোর বুক কুঁড়ে খায়।
হৃদয় ভরা বিরহ যন্ত্রনা আজও চাপা পড়ে রয়।
ভুলিতে পারি না ঐ অনুভূতির অকালগ্ৰাস।
আজও মোর অন্তঃকরণের স্বল্পপরিসরে তোর বসবাস।
খুঁজে ফিরি তোরে বিষন্নতা র অন্তর্জালে।
ইঁট পাথরের এই মোহমায়ার শহরের কোলে।
রেখে গেলি সহস্রাধিক স্মৃতির ছেঁড়া তর্পণ।
নাভীকুন্ডলী ভাসানো আবেগের বিসর্জন।।