সমস্ত সম্ভবনার গর্ভ থেকে জন্ম নেয় এক ফালি চাঁদ, অনন্ত কালের প্রতীক্ষায়।
বিজন রাতে জোনাকিদের অভিসার
শিশির কণারা মগ্ন উন্নাসিকতায়।
রক্তল্পতায় ভোগে কবি সারাজীবন এক উদ্বেল দোলাচলে, মহাকালে বিলয়িত অবিনশ্বরতা।
অদূরে দাঁড়িয়ে কে যেন ডাকে বার বার,
সমাধিঘন এক নির্মল যাত্রা সংকল্পে।
যেতে চাই, পারিনা যেতে,
দ্বিধা দ্বন্দ্ব জড়ায়ে পায়ে পায়ে।
এ কি মূঢ়তা! ক্ষমি কি করে?