সময়কে এখন আর খুব বেশি দাম দিয়ে কিনতে হয় না।
সময়ের সাথে বসে এখন নিশ্চিন্তে কথা বলি, গল্প করি। সময়কে সাথে নিয়ে এখন কলকাতায় বেড়াতে যাই অটো টটো বাস বা মেট্রো ট্রেনে।
উবেরে সময়টা বড্ড দামী, তাই সচরাচর এখন আমি আর উবেরে চড়িনা। তার থেকে ঢের ভালো বাস। এক বাস থেকে নেমে অন্য বাসে চড়ে আমি ঠিক পৌঁছে যাই গন্তব্যে।
আমার সময়কে এখন আমার সঙ্গেই রাখব ভেবেছি, সময় যেন আর ক্রীতদাস না হয়।
কোনো দিন সময়কে নিয়ে চলে যাব ইডেনের ক্রিকেট মাঠে, কোনো দিন সারাদিন সময়কে নিয়ে নিভৃতে ঘরে বসে ভাব ও শব্দ নিয়ে খেলা করব, কোনো দিন হয়ত বা সময়কে নিয়ে সারারাত জাগব ডোভার লেন সংগীত সম্মেলনে।
এই তো পরপর তিনদিন সময়কে নিয়ে গিয়েছিলাম ট্রাঙ্গুলার পার্কে বিজ্ঞান মেলায়। কত কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, ছবি তুললাম। অন্তঃকরণে খুশির ঝিলিক ক্ষণে ক্ষণে। আগে তো কখনও এমন হয়নি।
একটি দৈনিক পত্রিকাতে বিজ্ঞানমেলা সম্বন্ধে ছবিসহ একটি প্রতিবেদনও জমা দিয়েছি, দেখি প্রকাশ পায় কি না।
আমার সময়কে ক্রীতদাস বানানোর জন্য প্রস্তাব আসছে মাঝেমধ্যে, কিন্তু মন সায় দিচ্ছে না।
আমার সময়কে এখন আমার সঙ্গেই রাখব ভেবেছি, সময় যেন আর ক্রীতদাস না হয়।