গম্বুজ আকৃতির অনেক ইমারত প্রত্নকালের।
কেউ কেউ করে পুজোর্চনা, কেউ কেউ করে প্রার্থনা।
যার যার যেমন বিশ্বাস।
ইমারত ভাঙছে, বহু পুরোনো ইমারত।
ভাঙার বিচিত্র আওয়াজ,কাল শুষে নিচ্ছে তরঙ্গসমূহ।
কালের গর্ভে জমে থাকে সবকিছু, হুবহু অবিকল।
শক্তির ধ্বংস নেই, বলা হয় রূপান্তর আছে।
হাজার বছর পরও ধ্বংসের উচ্চকিত ধ্বনি
মহাকালের গর্ভ থেকে উদ্ধার করতে পারে বিজ্ঞান।
ইমারত গড়ে উঠছে। প্রাণহীন পাথরের ইমারত।
শত শত মজদুর। ধর্মপ্রাণ বিধর্মী সবাই আছে।
ক্ষুধার অনুভূতি ধর্মনিরপেক্ষ।দেহ বাঁচে তো মন বাঁচে।
ইমারত ভাঙছে, ইমারত গড়ছে শতাব্দর পর শতাব্দ ধরে।
রক্তস্রোতে গ্লানিকণা বইছে প্রজন্মের পর প্রজন্ম।