ঠাকুরের কৃপা, মায়ের কৃপা অমূল্য সম্পদ।
কৃপা হলে না কি সব কিছু পাওয়া যায় যেমন
জ্ঞান ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বুদ্ধি ধন দৌলত সব।
তবে ধন দৌলত এর জন্য কৃপা চাইতে বড্ড কুন্ঠা হয়, না জানি কেন!
রামকৃষ্ণ ঠাকুর চৈতন্য-স্বরূপ, সারদা মা চিন্তা-স্বরূপিণী। চাই শুধু সৎ-চিন্তা আর শুদ্ধ-চৈতন্য।