এক ঘুম দিয়ে উঠে দেখি
কি সুন্দর আকাশ!
ঝকঝকে নীলের কোলে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ।
ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সুদূর সাগর থেকে
উড়ে এসে জমাট বাঁধে অবলীলায়
সূর্যকিরণ গায়ে মেখে শূন্যে ভেসে বেড়ায়।
উজ্জ্বল হাসিতে তোমাকে কি অপরূপা রমণীয় দেখায়!
একটু আগে স্বপ্নে দেখেছি তোমায়
ঘুমভাঙা চোখে হাসায় এখন স্বর্গীয় সুখ আমায়।
আজ শরতের শেষ পূর্ণিমা
ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা।
আজ রাতে আকাশ জুড়ে পূর্ণ মহিমায় পূর্ণিমার শশী
দুয়ার খোলা রেখে রাত জাগে রমণী।
জ্যোৎস্নায় বসে রাতজাগা দু'টি পাখি
জাগরণে যায় বিভাবরী।
দারিদ্র্য দুঃখ নাশিনী লক্ষ্মী মা আমার
বাংলার ঘরে ঘরে নিয়ে এসো সুখসমৃদ্ধির জোয়ার।
কলাগাছ কেটে শল্ক দিয়ে তৈরি ছোট ছোট পানসি
গভীর রাতে মা এসে দিবেন ধনসম্পদে ভরি --
রিয়েল এস্টেট সোনারূপা শেয়ার বন্ড ডিবেনচার
বিট কয়েন ডিজিটাল কারেন্সি মিউচ্যুয়াল ফান্ড।
তোমার বন্দনায় বছরভর আমরা দু'জন
লক্ষ্মী নারায়ণ।