ভাদ্রের বাদল দিনে শ্রাবণের দুরন্ত হাওয়া, ঝিরি ঝিরি বৃষ্টিধারা। নৌকায় পাল তুলে মনমাঝি যায় ভেসে, সারাদিন উথালপাথাল মাঝদরিয়া।
সন্ধ্যায় তীরে এসে ভীড়ে তরী, পাখি যায় নীড়ে, ঝলমলে নগরী।
বেরিয়ে পড়ি গড়িয়াহাট মোড় থেকে যোধপুর পার্কের এক অচেনা গলি। ব্রাউন বিন কাফে। কফির পেয়ালায় গল্পরা ভীড় করে আসে, অমলিন আনন্দধারা।
দ্রৌপদী শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধেছিলেন কৃষ্ণের হাতে রাখি, বস্ত্রহরণের সময় রক্ষা করেন পার্থসারথি।
বাইরে শ্রাবণের ধারার মতো ঝরে পড়ে হৃদয়ের মাঝে রাখি পূর্ণিমার জ্যোৎস্নাবারি।