কান্না ছাড়া পৃথিবী যেন আজ সবার জন্য হয়।
দোয়েলের ডাকে কোকিল যেন আজ আত্মহারা হয়।
সূর্যের নবকিরণ গায়ে মেখে সবাই যেন আজ অন্তরে উজ্জ্বল হয়।
সবুজের ছায়ায় হেঁটে হেঁটে সবাই যেন আজ গান গেয়ে যায়।
বটবৃক্ষমূলে বসে সবাই যেন আজ একবার নীল আকাশের উদারতা-কে আলিঙ্গন করে নেয়।
নদীর জল আঁজলা করে নিয়ে সবাই যেন আজ প্রয়াতদের একবার স্মরণ করে নেয়।
বুদ্ধ, শ্রীচৈতন্য, রামকৃষ্ণ সবার ভাবনা নিয়ে আজ যেন সবাই একবার আপনমনে হারিয়ে যায়।
কান্না ছাড়া পৃথিবী যেন সবার জন্য হয়।