শূন্য পথের পথিক, কেন যেন মন চলে যায় বহুদূর।

অজানা পথের বাঁশির সুর ভেসে আসে, চলে যাই একা একা, গভীর অরণ্য কথা বলে, নিশ্চুপ থেকে গতিময়তা।

কে যেন হৃদয়ে টেনে আনে ভয়ংকর এক সমর্পণের বার্তা, ধুধু মাঠে দেখি আমি দাঁড়িয়ে আছি একা একা!

ভীড় ভর্তি বাসে বিকেলে যখন বাড়ি ফিরি একা, শূন্যতা যেন হাঁটে হৃদয়ে একা একা!