কেন আমি চলে যাব সন্ধ্যাবেলায়, রাতটা যে দেখা বাকি। অমাবস্যা ও পূর্ণিমার মায়াবী মোহময়ী রাত।
পাহাড়ের সুউচ্চ চূড়ায় যাব আমি। অন্ধকার বা জ্যোৎস্না আলোকিত রাতে দেখব তুষারপাত, বড্ড ইচ্ছে মনে মনে।
আকাশের মেঘকে দু'হাত ভরে নিয়ে আদর করব, হৃদয়ে ভালোবাসার বৃষ্টি নামবে।
আঁধার রাতে আকাশের তারাগুলি ঝকঝকে মিটিমিটি আলো ছড়াবে, মগ্ন নয়ন মুগ্ধ বিস্ময়ে কথা বলবে।
আর পূর্ণিমার চাঁদ যেদিন শুধু হাসি ছড়াবে চরাচরে, নির্লিপ্ত অন্তরে এক অচিন সুরের মূর্ছনা হয়ত আমাকে পাগল করে দেবে।
কেন আমি চলে যাব সন্ধ্যাবেলায়, রাতটা যে দেখা বাকি।