অন্তরের অন্তঃস্থলে আত্মার আবাসে
মহাকাশ মহাশূন্য থেকে ধেয়ে আসে
জানিনা কত আলোকবর্ষ পার হয়ে
পরম জ্ঞানের আলো আঁধারের সুড়ঙ্গ পথ বেয়ে।
গভীর ধ্যানে মগ্ন যোগী জ্ঞানী বিজ্ঞানী
ক্ষেত্র প্রস্তুত হলেই তবে ফুল ফোটে
অন্তরের অন্তঃস্থলে আত্মার আবাসে।
আঁধার শুধু আঁধার চারিধারে
আঁধারের বিকট চিৎকারে
আলো আজ বিপন্ন বিষাদে।
জ্বলে পুড়ে খাক হলেই অন্তরে আলো প্রকাশে
ক্ষেত্র প্রস্তুত হলেই তবে ফুল ফোটে
অন্তরের অন্তঃস্থলে আত্মার আবাসে।