দীপাবলির মাটির প্রদীপ সারি সারি।
তেলসিক্ত সলতে, কম্পিত শিখা।
অপূর্ব দর্শন!
দীপময়ূখে অমানিশার তমিস্রা অন্তর্হিত।
মনের আঁধার কি চলে যায় দূরে?
ঘুর ঘুর করছে হাফ প্যান্ট পরা কয়েকটা বালক ছেলে। ওদের প্রদীপ নেই, তেল নেই, সলতে নেই।
শুধু দীনতা, ন্যূনতা, রিক্ততা ঘরে বাইরে।
মন জুড়ে কেবলই যেন নিরালম্ব নিঃস্বতা।
একটি একটি প্রদীপ নিভিয়ে নিয়ে অলক্ষ্যে ওরা চলে গেল। দীপাবলির আলো জ্বলল ওদের ঘরে।
খুশির আনন্দ!
হাভাতে আলয়ে আলো কি আসে ফিরে?