বিশাল ব্রহ্মান্ডে অগণিত গ্ৰহ উপগ্ৰহ তারা
আরো কতকিছু অজানা, মহাশূন্যে ভ্রমিছে
মহাকর্ষের আকর্ষণে একে অন্যের চারপাশে।
এ নিত্য বল ও শক্তির খেলা, শুধু গতিময়তা।
পতনের ভয়ে সবাই ছুটে চলেছে অবিরাম ছন্দময়তা।
দু'দন্ড বসে থাকার বিলাসিতা নিয়ে আসেনি যে তাঁরা।
কোথায় শুরু, কোথায় শেষ
মহাকালের কাছে আছে কি কোনো হিসেব
কে জানে কি ভাবে জানা যাবে সে অঙ্ক বিশেষ!
আজ নববর্ষের প্রথম দিনে আমাদের ছোট্ট গ্ৰহে বসে
অবাক বিস্ময়ে উথাল পাতাল ভাবি
মহাজগতের সৃষ্টি রহস্যের কথা ------
কোথায় পাব মহাশূন্যে মহাকালে ডুবে থাকা
অসীম ব্রহ্মান্ডের দিনক্ষণ লেখা
একখানি ক্যালেন্ডার বা পঞ্জিকা।