আমাকে অনেকেই জিজ্ঞেস করে
অবসর যাপনে কেমন আছেন?
আমি বলি অনেকদিন পর পাওয়া স্বাধীনতা
আনন্দ উপভোগে নেই কোনো আবিলতা।
সকালে সূর্যের তেজকণার বর্ষণে হেঁটে চলি
অগণিত দেহকোষে উষ্ণতা ছড়িয়ে বলি ---
'জবাফুলের মত আরক্ত মহাদ্যুতিমান
তিমিরবিদারি পাপবিনাশী কাশ্যপপুত্র দেদীপ্যমান
হে দিবাকর তোমায় প্রণাম, প্রণাম, প্রণাম।'
তারপর এক ব্যাগ ভর্তি দেশদুনিয়ার খবর
অর্থনীতির ওঠানামা, ইউক্রেন যুদ্ধ, দাঙ্গাদ্বন্দ্ব
আস্ফালন নিপীড়ন, মনের মধ্যে জোরালো আলোড়ন।
প্রত্নগিরি থেকে বরফ গলছে নদী হয়ে
বয়ে যাচ্ছে যেদিকে যেতে চায়
ধূ ধূ প্রান্তরে, বাঁধনহারা গাঙচিল মন।
মন বলে রামধনু রঙে সাজাবে বিকেলগুলো --
কোনো এক বিকেলে
কলেজ স্ট্রীট কফি হাউসে কবিতাগল্পের আড্ডা আসরে।
কোনো এক বিকেলে
আকাদেমি অফ ফাইন আর্টস মঞ্চে 'আত্মহত্যার সুরতহাল' এ।
কোনো এক বিকেলে
প্রিয়া সিনেমা হলে জিৎ চক্রবর্তীর 'কথামৃত'দর্শনে।
কোনো এক বিকেলে
জিডি বিড়লা সভাঘরে আমান আলি খানের সরোদে
ইমন কল্যাণে মগ্ন একক অনুষ্ঠানে।
তারপর রাতের গভীরে ডুবে যাওয়া
নীরবে নির্জনে সৃজনে - সৃষ্টির আঁকাবাঁকা গলিপথে।
আমাকে অনেকেই জিজ্ঞেস করে
অবসর যাপনে কেমন আছেন?
আমি বলি অনেকদিন পর পাওয়া স্বাধীনতা
আনন্দ উপভোগে আমি যে বাঁধনহারা।