আঁখি-আলো প্রকৃতি-পুরুষ রাধা-কৃষ্ণ দ্বৈতে
দৃষ্টি সৃষ্টি প্রেমে জগত-চৈতন্য ব্যক্ত-অব্যক্ত
ক্ষণে ক্ষণে।
আলো বিনা আঁখি দৃষ্টিহীন
পুরুষ বিনা প্রকৃতি চেতনাবিহীন
রাধা বিনা কৃষ্ণ প্রেমহীন।
আঁখি প্রকৃতি রাধাকৃষ্ণ সবাই হলেও নশ্বর
আলো চেতনা প্রেম যে অবিনশ্বর।
নশ্বর অবিনশ্বরের এই মিলন লোপ খেলা
দ্বৈতবাদের কি অপরূপ উদাসী দ্যোতনা।
আমরা দু'জনেও তাই
বিরহ মিলনে
সত্যে অসত্যে
কাছে দূরে
আলো আঁধারে
সৃষ্টি ধ্বংসে
বেঁচে আছি দ্বৈতবাদে।