মনে পড়ে কোনো এক পড়ন্ত বিকেলে হেঁটেছিলেম
তোমার সাথে ধারাগাঁও থেকে দেওরালি হয়ে
মহাত্মা গান্ধী মার্গ, মনে মনে গ্যাংটকে।

চড়াই উৎরাই সাজানো পথ, মানুষের ভীড়, আধুনিক পোশাক, হিমেল শীতের পরশ। প্রেমিক মনে যেন খুশির আমেজ।

কফি হাউসে কফি তোমার সাথে মনে মনে, সঙ্গী ছিল মাফিন। ছোট ছোট আড্ডা, কফিতে চুমু, তোমার সাথে আমি ছিলাম সংগোপনে।

ফেরার পথে দেখি তুমি নেই,
পাহাড় বেয়ে শুধু নেমে যাচ্ছি।

তুমি কোথায় চলে গেলে,
উড়ে উড়ে? কলকাতায়?