দেশ তো শুধু নিসর্গ নয় বা
শুধু ঝা চকচকে ইমারত নয় বা
শুধু আধুনিক স্বাচ্ছন্দ্য সুবিধা নয়।
দেশ হল স্বজনদের নিয়ে প্রতিদিন সুখযাপন
দেশ মানে নিজের ভাষায় প্রাণিত হয়ে
প্রতিদিন মন খুলে হৃদয়ের কথা বলে আনন্দযাপন।
দেশ মানে অন্তরায়কে দূরে সরিয়ে
প্রতিদিন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রগতির উদযাপন।
দেশ মানে তো দেশ, তোমার আমার স্বদেশ
বিস্মরণে কভু নাহি ভ্রমে যদিও যাও বিদেশ।