বৈশাখের তপ্ত রোদ্দুর ঝরে পড়ে হাওয়া সমুদ্রে
উষ্ণ বায়ু চলে সদর রাস্তায় অলিতে গলিতে
বেঁচে থাকার প্রতিদিনের অমোঘ যুদ্ধ
গরম হাওয়ায় তনুত্বক ভেজে পথ চলি।
পাখিরা সব নেমে এসেছে কার্নিশে ছায়া সন্ধানে মন্থর দুপুরে, ক্লান্ত উদাসী কুকুরগুলো শুয়ে আছে উঠোনে লেজগুটিয়ে।
এক বুক হা-পিত্যেশ নিয়ে তোমার জন্যে কত দুপুর বিকেল কেটে যায়, পথ চলতি পান্থজন ঘুমিয়ে পড়ে কোন এক গ্ৰামের নদীতীরে বটবৃক্ষের ছায়ায়।
ঝড়কে সঙ্গী করে আজ তুমি এলে
১৩ বৈশাখের সন্ধ্যায় ঠিক পাঁচটায়।
কলকাতার রাস্তা হল জলমগ্ন।
সিক্ত বসনে আমি বাড়ি ফিরি আজ
প্রাণের মধ্যে তোমার শীতল পরশ নিয়ে।
আজ তুমি এলে উত্তুরে হাওয়া গায়ে মেখে
ক্ষণিকের তরে, আহা কি আরাম প্রাণে মনে!