শীত পেরিয়ে বসন্ত এসে গেছে
লাল পলাশ শিমুল চারিধারে জাগে
শাখে শাখে কোকিলের ললিত কন্ঠের গানে
বসন্ত উৎসবে আজ মেতেছে সবাই ফাগুনে আগুনে।
কলকাতার অলিতে গলিতে ফুটপাতে
রামধনু রঙীন চন্দ্রমুখীরা আজ বাঁধনহারা বাঁধনহীনা
উচ্ছ্বাস উদ্যম উদ্দীপনাময় প্রাণের উৎসবে
সবাই আজ মিলেছে এসে ধর্মের বাঁধন ভেঙে।
উড়ছে আবির আকাশে বাতাসে
হৃদয়ের পালকিতে রাধাকৃষ্ণ দোলে
বসন্তের সৌরভ ছড়িয়ে পড়েছে জনজীবনে
ঘরে বসেও চঞ্চল মন, রং যেন মোর মর্মে লাগে
প্রেমরস সুধা উথলি উঠে মধুকরের গুঞ্জনে।
ফাগুন লেগেছে বনে বনে, যুদ্ধবাজদের যুযুৎসা
যেন হোলিকার মতো আগুনে পুড়ে মরে।
আজ সকালে ভোরের মাতাল বাতাসে
কি জানি কি ছিল এক বার্তা
চুপিসারে ফুলবাগান থেকে নিয়ে এলাম গিয়ে
তোমার জন্য একটি হলুদ চন্দ্রমল্লিকা।