কৃষ্ণা দ্বাদশীর রাতে       ভালে চাঁদ ,তারা হাতে
                  চলেছে সৈন্য দল
পথের বাঁকে বাঁকে      তৃনের ফাঁকে ফাঁকে
                শিশিরের কোলাহল ।
বনের নীরবতা          মনের ব্যাকুলতা
               নদীর পানে ধায় ,
পায়ের তলে তলে      পাথর দলে দলে ,
               মুক্ত পরশ পায় ।
পাহাড়ের গা বেয়ে ,     নোনা জল আসে ধেয়ে
              ভিজছে ধরণীতল  ,
কত তারা খসে পড়ে ,     অনন্ত সাগর পাড়ে ,
             তবু চলেছে সৈন্য দল ।
দিগ দিগন্তরে          ওঠে শিশুর অন্তরে ।
              স্বাধীনতার ধ্বনি ,
ছুটছে পাখির সুরে       মাতাল সুমুদ্দুরে ,
           তাই কান পেতে শুনি ।

                    *****