যদি কখনো স্বপ্নেরা পারিশ্রমিক চায়,
বিদ্রোহ করে।
তবে স্বপ্ন দেখা দায়,
স্বপ্ন মাঝে চরিত্ররা দুঃস্বপ্ন গড়ে।
যদি বিরোধ জাগে মনে!
দুঃখগুলো দুঃসহ হয় নেত্র বিভাজনে!
তবু হাসতে ভুলো না ,
হাসির ঢেউয়ে যাবে দূরে যত ভেজাল ছলনা।
যদি পুকুর পাড়ে ক্লান্ত বিকেল তোমায় ছুঁতে চায়,
হাতটি তুলে জানিয়ে দিও নীরব ইশারায়
একটি ঢিল তুলবে ঢেউ ক্ষণিক আন্দোলনে,
হৃদয় পুরে জাগবে নেশা পুরোনো সন্দিহানে।
যদি সকল রূপের আঙিনায় মন ভাসতে চায়,
তবে বুঝে নিও মনের গোপনে অলীক প্রেম ডাকছে অবলীলায়।
যদি ইচ্ছেরা ডুব দেয়
কায়ার মদিরায়,
তবে সেই কায়ার শুক্লপক্ষ
বুঝবে লুপ্তপ্রায়।
যদি স্বপ্ন পথে চলতে গিয়ে একটু হোঁচট খাও,
তবে বুঝবে স্রোতে সত্য নদে বইছে তোমার নাও।
যদি কখনো দুরাশা গুলো
উজান পথে হাঁটে,
আঁধার কালো যায় দূরে সরে,
প্রভাত আসছে তটে।
যদি কখনো বার্ধক্যের ছাপ বাড়ায়
তোমার চারিপাশের হাসি,
তবু সুরে থেকো চিরকাল
বাজিয়ে তোমার স্বপ্নপুরের বাঁশি।
যদি পথের ধারে ধুলো মাখা শৈশব তুমি দেখো,
তবে সেই ক্ষণগুলি তোমার স্মৃতির বাক্সে পুড়ে রেখো।
ভুলো না ছন্দ,ভুলো না রেওয়াজ,
ভুলো না রীতিনীতি,
ভুলে যেও শুধু মৃত সংলাপ,
দুঃস্বপ্নের স্মৃতি।
সবই হবে শেষ যত বিদ্বেষ,
অনন্ত মহাকালে।
শুধু উপহারে দিও তোমার কর্ম
স্বপ্নের মায়াজালে।
***