সারাটা দিন খেটে খেটে , যখন
অবশেষে ফিরি সন্ধে রাতে ,
নুন নেই তবু ,
আমি স্বপ্ন দেখি পান্তা-ভাতে ।
হাঁটি শুধু হাঁটার মতন , বাঁধা পায়ে শ্রমের শিকল ,
মাথার মধ্যে সুদের ঘিলু ,
একে-একে হচ্ছে বিকল ।
হরি নামেতে জীবন খুঁজি ,
দেখি জীবন সুখ-টানেতে ,
নুন নেই তবু ,
আমি স্বপ্ন দেখি পান্তাভাতে ।
শেষ-মেষ ভোগের থালায় ,
ক্ষুধা আর পেটের জ্বালায় ,
নিয়ে দেনা পেটের ভিতর , এখনো তো কোমর হালাই ।
এসবে যায় আসে কী ?
তোমরা তো বেজায় সুখে ,
ইতিহাস রাশ টেনে যায় ,নিকোটিন বাক্স ফুঁকে ।
চাইলেই সব শেষ নয় ,
বেতো পিঠে ঋণের বোঝা
সস্তার বস্তা ভরে
সোজা নয় মানুষ খোঁজা ।
এসব তো কালের কথা , আজকের কী যায় তাতে !
বাগিয়ে সুরের কাঠি ,
টান দিই একতারাতে ,
নুন নেই তবু ,
আমি স্বপ্ন দেখি পান্তা-ভাতে ।
*****
- শ্রমজীবী মানুষের কথা