ভুলগুলো তুমি ফেলেছ ও দূরে,
করোনি তো তারে ক্ষমা,
মুখের অন্ন ঝুলিতে ভরে
পুণ্য করেছি জমা।
আমি নাগরিক দৈন মেধায়,
যুক্তি তর্ক আঁটি,
কঙ্কাল আমি ভগ্ন চোয়ালে
পোড়ো কাঠটাই চাটি।
হেঁটে চলি গোটা বিশ্ব ভুবনে,
পিঠে নিয়ে ঘুন কাঠ,
সূর্য তেজে শরীর কাঁদে,
কেঁদে ওঠে মাঠ ঘাট।
রক্ত নদী তার বান ডেকেছে,
তাই প্লাবন বুকের খনিতে,
পাঁজর মধ্যে নাচে স্পন্দন,
অপরিণত ধ্বনিতে।
খুম নেই রাতে,অখ্যাত তাপে
ভিজে যায় ঘামে বালিশ
কোদাল চালিয়ে ব্যথিত হৃদয়
মাটিকে জানায় নালিশ।
পাথর কেঁদেছে মাটির শোকে,
শস্য দিয়েছে ফাঁকি,
জীবনের বুঝি দেখার
এটুকু ছিল বাকি?
তোমার ভাবের বিস্ফোরণে
স্বদেশ আমার জ্বলে,
আমি আজ তাই যোগ দিয়েছি,
পঙ্গপালের দলে।
*****