বিশ্ব জুড়ে          কেবলই
        করোনার ত্রাস।
কেউই চায় না হতে মৃত্যুর গ্রাস।
কল্কির                অবতারে
        করোনার দাবানল,
চারিদিকে নিরব যত অহেতুক কোলাহল।
একাধারে            মারামারি ,
          হানাহানি নেই ।
মনে কিঞ্চিৎ সন্দেহ তবু দানা বাঁধবেই।
ভারসাম্য          ফিরে পেল
         আবারও দূষণ,
প্রাণীজগত ফিরে পেল প্রকৃত ভূষণ।
অদূর ভবিষ্যতে এক ধাক্কার উদ্রেক,
     কলিতে চায় না কেউ আলাপের হ্যান্ডশেক।
সুযোগে কালোবাজারীদের মুখে হাসি ফোটে,
     বাজারে মাস্কের দাম অতি বেড়ে ওঠে।
ঘাটতির             পরিপাকে
         দেশজুড়ে মন্দা।
বিশ্ব অর্থনীতিতে ঘনিয়েছে সন্ধ্যা।
মহামারী            হাঁক ছাড়ে
          যুদ্ধের নেশা ,
মানুষ ভুলেছে তাই নিজেদের পেশা।
জাতি আর          ভাইরাসে
            এহেন লড়াই ,
জোড় হাতে সকলে তাই চাইছে দোহাই।
এইভাবে কেটে যায় আরো কিছুদিন,
     লড়াইয়ের ময়দানে উঁকি মারে ভ্যাকসিন।
ভ্যাকসিন নয়,এসবই ঈশপের গল্প,
      কাপড়ের হেলমেটের নেই যে বিকল্প।
যুদ্ধের উর্দ্ধে করোনা বিপর্যয়,
বাঁচা মরা,কেবলই তো নিয়তির নিশ্চয়।
একে লাখ,               লাখে এক
            মিলেমিশে একাকার,
ঘরকুনো,বসে একা থাকে করে মুখভার।
কতদিনে                মুক্তি
         নেই জানা স্পষ্ট,
বাড়ি বসে কিছুদিন করে যাও কষ্ট।
এরই মাঝে সাইক্লোন হানা দেয় বিকেলে,
         বাড়ন্ত রুটি কাঁদে জনতার হেঁশেলে।
ভাঙচুর, তছনছ, গাছপালা,ল্যাম্পপোস্ট,
                                                চুরমার,
ভীষণ ভয়াল কোপে হরিহর আত্মার হুঙ্কার।
কাজ নেই,                 লাজ নেই,
             যা হবার হয়ে যাক,
বুদ্ধি গজালে পরে মাথায় গজায় টাক।

                *****