গ্রাম থেকে গ্রামান্তর,
দিগন্তের নাই শেষ,
কোথা গেলে পাবো বলো ,সেই চিরনূতন দেশ?
গ্রাম থেকে গ্রামান্তর ,
সবুজের নেশা,
যেথা যাই সেথা হায় খুঁজে ফিরি দিশা।
গ্রাম থেকে গ্রামান্তর ,
বাউলের সুর,
রাখাল বাজায় বাঁশী দূর বহুদূর।
গ্রাম থেকে গ্রামান্তর,
পাখিদের গান,
প্রকৃতির মরীচিকায় তারা করিতেছে স্নান।
গ্রাম থেকে গ্রামান্তর,
অশ্বত্থের সারি।
ঐ দূরে কুঞ্জবনে এক বহু পুরাতন বাড়ি।
গ্রাম থেকে গ্রামান্তর
শস্য বিপ্লব।
পবন ধানের শিসে তুলিতেছে রব।
গ্রাম থেকে গ্রামান্তর
বৃক্ষের ডালে,
নেচে ওঠে বিহগ আপন খেয়ালে।
গ্রাম থেকে গ্রামান্তর ,লালনের দেশ।
নিঃশ্বাসে ওড়ে ধুলো,
পথে থাকে পড়ে শুধু মোর পদরেশ।
গ্রাম থেকে গ্রামান্তর,
দূষণ অমিল।
গগণপ্রাঙ্গনে উড়িতেছে এক ঝাঁক চিল।
গ্রাম থেকে গ্রামান্তর ,
পথ আঁকাবাঁকা,
দুধারে সর্ষে ক্ষেত হলুদেতে ঢাকা।
গ্রাম থেকে গ্রামান্তর,
মাঝিদের গান,
আরোহী সব করে চলে তাঁরই গুণগান।
গ্রাম থেকে গ্রামান্তর
ক্লান্ত পথিক,
বিশ্রাম করে নেয় একটু অধিক।
গ্রাম থেকে গ্রামান্তর,
সত্যের ছোঁয়া।
অতি রব নেই সব যন্ত্রের ধোঁয়া।
***