একদা মর্তে সমুদ্যত কলরব,
কারা বলে ওঠে রবে
মোরা ভগবান,আর শয়তান
তব গাত্র শবে।
লজ্জা: আমি নিস্কলুসিত,সরল এবং শান্ত।
পাপ: আমি আছি, তাই শত করেও তারা হয় না
কখনো ক্লান্ত।
ভয়: আমি নিডর চিত্তে লজ্জা করিব জয়।
দ্বন্দ্ব: দেখো আমি তব কন্ধ দুপাশে বেঁচে আছি
অতিশয় ।
কলঙ্ক: আছি আমি তব হৃদয় গাত্রে নিয়া
পাপের পাত্র।
অহংকার: আমি তব মোহের পাটে জাগছি
দিবারাত্র।
ঘৃণা: আমি অখিল নয়নে দম্ভের প্রতিচ্ছায়া।
উদ্বেগ: অকৃপণ বেশে আমি বিরাজি তব
তনু,মন,কায়া।
লাবণ্য: আমি তারুণ্যের প্রতীক,
নিস্পন্দ রাত্রির বিভা।
আছে কেউ,এই বসুধা বক্ষে
যত্রে স্তিমিত আমার শোভা?
সাহস: যদি করো তুমি আমার সুধা পান,
মর্মে তব আসিবে বল
পরিয়া তৃপ্তির পরিধান।
সত্য: যদি বহিতে পারো আমার ভার,
বিদ্বেষ ভুলে পার করিতে পারিবে
কঠিনের পারাবার।
*****