বন্ধু আমি ভালো নেই,
কঙ্কালে আর নেই যে শব্দের সশব্দ ঝঙ্কার।
অবহেলার দ্বারে দাঁড়িয়ে আরো একবার,
করে চলেছি জীবনের আবদার।
জানি যে আবদারের নেই কোনো মূল্য,
মনের গোপনে রাখা অমৃত তুল্য
তোমার ভালোবাসখানি,
যদি পারো রেখে দিও, নয় ভাবনায় বেচে দিও,
লোভ বেচে প্রেমগুলো কোরো আমদানি।
তব সুধা লেখনীর ,ভরে যাক এ দেহ।
আপন কে করে ঘৃণা আপনার স্নেহ।
*****