হোক না প্রাতে প্রলাপ বিধির সংগোপনে,
থাক না বকুল চেয়ে থাকে যদি আকাশ পানে।
তাতে তোমার কিসের জ্বালা?
কোন বিলাপের ছদ্ম পাশে গাঁথছ মালা!
তৃপ্তি নেশায় সুর যদি হয় অর্ধ চয়ন,
গীতের বাঁশী করবে তোমার ভাগ্য হরণ।
তোমার রসের সিন্ধু তোমার নীরব মনে।
চাই না কিছুই হোক না খনি অন্যখানে।
আত্মডোরে বাঁধবে যদি তোমার জীবন,
মাঝ গগনে সূর্যের হবে তেজ পুরাতন।