শেষবার তার ছল ছলে চোখ দেখে বুকের মাঝে
-একটা ব্যাথা চির ধরেছিলো।
বুঝনি সেটাই হবে নিস্পাপ মুখখানির শেষ দেখা।
কোন প্রতিজ্ঞা,শপথ তাকে ধরে রাখতে পারেনি।
পারেনি তাকে শেষ বারের মতন ফিরিয়ে দিতে।
হয়তো সেটা ই ছিল চুড়ান্ত অভিমান।
যা আজো বৃষ্টি হয়ে আমার টিনের চালে ঝড়ে পড়ে।
কেউ কি বলে দেবে সে কোথায় আছে?
পড়ন্ত বিকেলের রোদের সাথে তার ছায়া যে প্রতিটি দিন আমায় ডাকে।