তোমার ওই আলতো ছোঁয়ায় আজো আমার হৃদয় কাঁপে,
অবচেতন মনে বাঁধে হাজারো রঙের স্বপ্ন।
ইচ্ছে করে তেমার হাতে হাত রেখে তেপান্তরের মাঠ পারী দিতে,
ভেসে যেতে সাদা মেঘের ভেলায়।
মায়াবতী তুমি এখনও কি নীল শাড়িতে নীল টিপ পড়ো?
নাকি অন্য কোন রঙে নিজেকে সাজাও?
পড়ন্ত বিকেলের তোমার মুখ খানি যে বড় মনেপড়ে।
ইচ্ছে করে সেই প্রথম ভালবাসার আবেশ ফিরে পেতে-
একনও কি তোমার অভিমানে অশ্রু ঝরেপড়ে-
দক্ষিন জানালায় এলো চুলে যে তোমায অনেকদিন দেখিনি।
মায়াবতী অনেকতো অভিমান করলে-
এখন নাহয় একটু ফিরে চাও।
বাঁকা ঠোটের হাসিতে আবার মাতাল হতেদেও আমায়,
বলতে দেও সেই না বলা কথাটা- ভালবাসি তোমায়।