কে বলে চাঁদ তুমি, আমি তা মানি না।
চাঁদের কি দুঃশ্বাহস, করে সে তুলনা।
কে বলে গোলাপ সুবাস আসে তোমার চুলে
আমি বলি গোলাপ তোমার সুবাস চুরি করে।
তুমি নাকি পবিত্র হও গঙ্গার জলে
কেও জানে না গঙ্গাস্নান তোমার চোখের ছলে।
কে বলে চাতক তুমি, থাকো বৃষ্টি আশে
আমি বলি বৃষ্টি আসে তোমায় ভালোবেসে।
সবাই বলে হেলেন নাকি সবচেয়ে রূপবতী
আমি বলি তোমার রুপের পায়নি সে একরতি।
তোমার কথা ভেবে ভেবে ভিঞ্চি ছবি আঁকে
তোমায় দেখে মোনালিসা মুচকি করে হাসে।
শ্যাম বরন কন্যা ওগো শ্যামা তোমার নাম
কাঁঠালচাঁপা তোমায় শুকে পেলো এতো গ্রান।