তোমায় বরঞ্চ ফুল ডাকি
ফুলের সুবাসে ভরিয়ে দিও আমার বারান্দা।
ফুলের অপরুপ সৌন্দর্যে যেনো শীতল হয় উঠে আমার দু-চোখের রেটিনা।
যেনো অন্ধত্বও কেরে নিতে না পারে তোমাকে।
কালো ভোমর হয়ে যখন বসবো তোমার বুকে
তুমি লজ্জায় ধনুকের মতো বেকে যাবে।
তুমি ঠোঁটবাকা হাসি দিয়ে বললে
ঢং ফুল সেতো শুকিয়ে যাবে দুপুরেই
আমার ভালোবাসাও কি শুকিয়ে যাবে?
আচ্ছা যাও, না হয় ডাকি তোমায় প্রজাপতি।
আমার হলদে প্রজাপতি
দুই ডানায় তার বিরহ আর হলদে রঙের সাজ।
আমাকে ভালোবেসে যাবে তিন জন্ম ধরে।
যখন তখন ডানা জাপ্টে এসে চুমু খাবে আমার ঠোঁটে।
ফুরিয়া যাবে না তোমার ভালোবাসা।
না হয় তোমায় বৃষ্টি ডাকি
অন্ধকার রাতে টিনের চালের ঝুম বৃষ্টি।
কিংবা শ্রাবণের অঝোর ধরা।
আমি তোমাতে বিজে জাবো সারা বেলা।
এই কি বলো তুমি?
তোমার না ঠান্ডার বাতিক।
বৃষ্টিতে বিজা তোমার বন্ধ।
কি নামে ডাকি বলোতো ফুল, প্রজাপতি নাকি বৃষ্টি।