বৃদ্ধাশ্রমে যাইমুনা বাজান
বৃদ্ধাশ্রমে যাইমুনা
ঐ মাটির ঘরে দে শোয়াইয়া
কষ্ট আমার লাগবো না।
কত যতন কষ্ট সইয়া
বুকে ধরছি বাজানরে
আজ কেন তুই মা চিনলি না
আপন করলি পরেরে।
একদিন তুই আমার মত
বুড়া হবি সংসারে
সেদিন তুই বুঝবি বাজান
মা কি ছিলো তোর ধারে।
বৃক্ষের যদি ডাল ভাঙ্গে
অশ্রু কেউ তার না দেখে
কি ছিলাম তোর বাজান আমি
বুঝবি সেদিন,রাখবি যেদিন কবরে।
তবুও তোর মা আমি
দোয়া করি তাঁর কাছে
সন্তান যেন থাকে আমার
অনেক সুখের ধরাতে।।
বিঃদ্রঃ ঐ সব কুলাঙ্গার সন্তানদের বলছি,
দেখ মা বলে কারে।হাজার ব্যথায়
ব্যথিত হয়েও মা হাত দুটি উঠায়ে
ঠিকই দোয়া করে।