তাদের মৃত্যুর ভয় নাই,
বুকের মাঝে ভয়ের কাফন পুড়িয়ে করেছে ছাই।
রক্ত, মাংস, জমি, ঘরবাড়ি বিলিয়ে পেয়েছে ক্ষত,
তবু করে নাই কোন ইহুদির কাছে নিজের মাথা নত।
বন্দুক, লাঠি, বোমা পারে নাই তাদের শক্তি দমাতে,
আগুন আঘাত সয়েছে, শত ব্যথার কান্না কমাতে।
ছিন্ন বস্ত্র, অস্ত্র বিহীন জীর্ণ-শীর্ণ গায়ে,
খোদারে রেখেছে মাথার উপর, শত্রু ঠেলেছে পায়ে।
তারা চেয়েছিল স্বাধীনতা,
অঙ্গ পুড়েছে আগুনে আর পাথরে ভেঙেছে মাথা।
ভিটে মাটির অধিকার ছেড়ে রয়েছে নিশ্চুপ,
তবু নর-নারীরে পিসে রেখেছে, দালানের স্তূপ।
লাশের সাথে বসবাস করে, কষ্টের কোলাহলে,
তারা মৃত্যুর দূত সাথে লয়ে নামে মৃত্যুর মিছিলে।
দুঃখের অশ্রু ঝরায়ে বাজায়, তৃষ্ণা, ক্ষুধার বীণ,
এমন হাজারো গল্প লয়ে, জেগে উঠেছে ফিলিস্তিন।