এদেশে হায় কেই বা কি চায়, কে দেয় তাহার দাম
কেই বা পেয়েছে রাজার সুনাম, কেই হলো বদনাম?
কাহার মাথায় কাঁঠাল ভেঙেছে, কাহার মাথায় হাত?
কাহার কপালের দুঃখ ঘুচিবে, করিলে আলোকপাত?
আমার দেশে ল্যাংটাই ঘুরে, হাঁটলে গর্তে পড়ুক,
কি বা হইবে এদের দেখে, না খেয়ে না হয় মরুক।
জনগণ কারা, জনমত কী? জন সমুদ্রে বাধা,
গণ জোয়ারে জনভোট চুরি, জনতাই সাজে গাধা।
ধুর বোকাচোদা বাঞ্চোদ এরা, এসব বেজায় মিছে,
পয়সা দেখিলে ছাগলের মত, ভাগবে আমার পিছে।
কে বা খেয়েছে কোথায় মরেছে, কি বা ক্ষতি কার?
দেশটা গেলে, রসানলে যাক, আমার কি করার?
ঠেলে ফেলি আমি গণতন্ত্র, ধর্ষণ করি বিধি,
লঙ্ঘন করি বিধানের বানী, আইনের পরিধি।
যা আছে পাপ কলঙ্ক ছাপ, কে দেখিবে তা খুঁটে,
দিন শেষে পেট আমারই ভরবে, জনগণ যাবে লুটে।
আমার বালটা ছিঁড়তে পারবে, আছেই বা কে দেশে,
বেশি জোর দিলে সব বাল ছেড়ে, পালাবো বিদেশে।
আমার রাজ্যে আমিই রাজা, শাসন করার ভাব,
দিন গেলে শেষে সাধুর বেশে, সাজাই আমার স্বভাব।
ক্ষমতায় আমি, আসনেও আমি, শোষণের পথে হাঁটবো,
প্রয়োজন হলে ভোটের আগে, জনতার পাছা চাটবো।
শত চোদনা জনতার দোয়া ভালবাসা আছে তাই,
আমি সোনার দেশে শকুনের বেশে এমপি হতে চাই।