দেশটা কীসের স্বাধীন আবার?
সময়টা নয় শান্ত হবার,
যারে পাচ্ছে তারে খাচ্ছে,
মনে করছে মাগনা খাবার।
কালো বিড়াল রং মেখেছে।
নতুন করে নাম রেখেছে।
সেই তো আগের চোরের স্বভাব,
পাওয়ার আগেই সব খেয়েছে।
লাঠি লয়ে লেংটি পুলিশ,
দলে দলে করে সালিশ।
ঘুষের টাকায় ঘুমিয়ে পড়ে,
মুখে দিয়ে কাঁথা বালিশ।
লুডুর বোর্ডে দেশের আইন,
জনে জনে লাগায় দাইন।
ছক্কা আছে যার পকেটে,
তার বিচারই সুপার ফাইন।
পোস্টারে আজ নতুন ছবি।
ভক্তি পূজা আগের সবি।
নতুন করে দল এসেছে,
আমজনতাই নীরব কবি।
দেশে নাকি শান্ত রাজা!
সবাই বাজায় বাজনা বাজা।
তবুও আমি বিরোধ করলে,
হইতে পারে করুণ সাজা।
কে জানে কার মূল অধিকার।
কেমন তাহার আকার-বাকার ?
নেতার থলে ঠিকই ভরে,
পকেট কাটে আমজনতার।
জিনিস পাতির আগের দাম।
কোথায় চলে এই আকাম?
খুঁজে ফিরে ধরে তবু,
লইতে ডরায় তাদের নাম।
কীসের আবার স্বাধীন দেশ?
এসব আবেগ, ভিন্ন রেশ।
এমন করেই চলবে সবই,
দেশটা একদিন করবে শেষ।