কেঁদো না হে প্রেয়সী,
আর কতকাল এভাবে কাঁদবে?,
কেউ আসবে না তোমার অশ্রু মুছতে,
কেউ তোমার হৃদয় জুড়ে দিতে আসবে না।
বেদনার নীল নদ বেয়ে যতই দুঃখ প্রবাহিত হোক,
কিংবা হিমালয় হয়ে যতই মাথা উঠিয়ে দাঁড়াক,
তুমি ভেঙে পড়ো না।
তোমার এ নীরব আহাজারিতে,
কেউ তোমাকে সান্ত্বনা দিবে না।
তোমার একাকীত্বে কেউ সঙ্গী হবে না।
আত্মীয় আপনজন, বন্ধু, দুশমন,
তোমার যৌনতা উপভোগ করা কথিত প্রিয়জন,
কখনো আসবে না।
নিজেকে উজাড় করে বিলিয়ে দিও না প্রেয়সী,
উন্মাদ হয়ে ছড়িয়ে যেওনা তুমি,
আত্মত্যাগের ছলে অস্তিত্বের আত্মহত্যায়,
আসামী রূপে নিজেকে আর জড়িও না।
প্রেয়সী তুমি প্রলয় হয়ে অশ্রু জলে,
ভাসিয়ে যাও পূর্ব হতে পশ্চিম,
তবুও প্রিয়াংশুর মত বিনয়ী হয়ে,
নিজের দুঃখ মালা গেঁথো না।