ঝেড়ে ফেল সব দুঃখ দশা
ভেঙে ফেলে আমার স্বপ্নের বাসা,
ছুড়ে দে সব অশ্রুর মাঝে,
জুড়ে দে কোন মিথ্যে ভাষা।
আজ রেখে যা আবার আমায়,
একা শহরের একটা কোণায়,
সব ভুলে গিয়ে আবার তবে,
ফেলে যা নতুন হতাশায়।
তোর মন কেন এত পাষান?
ধরে ছিল সব ছোট অভিমান,
বোঝেনি তো মনের ভাষা,
করে গেছে শুধু অপমান।
সুখের রশ্মি বাধাই ছিল,
ছিড়ে গেলি নিজের হাতে।
যাওয়ার যখন ইচ্ছেই ছিল।
কেন গেলি ছোট অজুহাতে?
বুঝেও তুই বুঝিসনি রে,
কত ভালবাসা ছিল গভীরে,
শুধু দেখেছিস ভুলের বালি,
যেটা চাইলেই উড়ে যেতো রে।
চাইনা কোন জবাব তবে,
আমার ভুলটা ছিলই কবে?
দেখেছিস কি নিজের খাতা?
অভিমান যেন লিখাই সবে।