অপরূপ সৌন্দর্যে ভরা তোমার চার পাশ;
তুমি যেন প্রকৃতির এক অৰ্ধদর্পণ,
অতঃপর ভেসে আসা তোমার মধ্য প্রকৃতির সৌন্দর্য।
আমি মুগ্ধ! আমি মুগ্ধ! আমি মুগ্ধ!

প্রশংসায় আমি তোমার!
তুমি কেন অন্যের গোয়ালে তাকিয়ে?

ওহে সুন্দরী নারী আজ তুমি কেন অভিমানী?
কি করিয়া বলিব তোমায়?
আমি আজ ধ্বংস হব তোমার ছায়া নিত্যের আনন্দে।

অবিরাম ছদ্মবেশে,
অকূল নয়নে তাকিয়ে থাকা আমার মনকে;
রাখিয়ো তুমি, তোমার আঁখিও দর্পণে...।