আজকে তুমি আসছ যখন পাশেই একটু বসো
গোমড়া মুখে চেয়ে থেকে একটু না হয় হাসো!
পড় নে তোমার লাল শাড়িটা কে দিয়েছে আজ
কে পরিয়ে ঠিক করেনি,পায়ের কাছের ভাজ!
পুবের আলোয় আজকের উঠোন মাটির ঝিকিমিকি
উড়াল দিয়ে মৌমাছিরা করছে ডাকাডাকি।
চোখের পলকে কাঠবিড়ালী ডিগবাজী দেয় ডালে
ঐ যে দেখ হাঁসের বাচ্চা নাচছে তালে তালে।
এমন মুখর আয়োজনে ভীষণ বিমোহিত
উত্তরের গাছে কাঁঠাল পেকেছে
বাতাস সেটা টের পেয়েছে
উঠোন জুড়ে ভরা বাতাস, এবং তোমার দীর্ঘশ্বাস!
তবু পাশেই একটু না হয় বসো!
উঠোন ভরা নির্জনতা, বাতাস ভরা সকালে
হাসছে সবাই তুমি ছাড়া
ব্যাকুলতায় বাড়ছে তাড়া
কান্নার জল আর কাঁঠালের ঘ্রাণ
কি এক মোহ ভরা সকাল তোমার লাল শাড়ীতে!
কাঠের পিড়িতে তুমি আর আমি
মাঝে বয়ে যায় জল কাঁঠালের নদী
তবু তো তুমি পাশে বসেছ !!