বুক পকেটে উলংগ দেহ তার
ডলারের ভাজে এক বুক-
হাহাকার।
ঘামের বারুদে ভিজে যায়
যৌবন,
অথচ এমন সময় নতুন;
খেজুরের কাটা হয়ে,
পাজরে হিন্দে থাকে।
আমার চাহনি দেখলে
ডরায় নাকি তারা!
আমি নাকি জিহবার যাদুতে
বিষ দংশনে নীল করে ফেলি
সংগমস্থল।।
এ কেমন অসময়
আমি পিষ্ট হয়ে খুজি
তার খাড়া চূড়া!!
এ বসন্তে নেই কোন ঝর্ণাধারা
তবু এ বিলুপ্ত বাসনা
পৌছুতে হবে সর্ব্বচ্চ খাড়ায়
সেখানে আমার বসতবাড়ি।।
তোমার নিতম্বের ভাজে ভাজে,
আমার চোখ,
কাচা চুলের গন্ধে ভেসে যায়
আমার মোহ!
তোমার নদীতে ডুব দিয়ে আজ
সৃষ্টি করেছি মহাকাল।
হে নারী! তুমি উচ্ছ্বাস, তুমি অসুখ
আমার বিদগ্ধ বিকাল।।