আমি অসুস্থ! সারারাত রাত জেগে
আরও তরতাজা অসুস্থ হলাম।
তাতে কি? তোমার বেহায়াপনায় মুগ্ধ হলাম।
এ এক নিমোঘ যোগ বিয়োগের খেলা।
তোমাকে ভালবেসে -
নিয়তির এ ভাসমান ভেলা ভাসিয়ে দিলাম আজ অবেলায়।
মোহমুক্তির অবিরল প্রয়াসে তোমার চলমান বাস্তবতায় আমি, বড়ই বেমানান!
এরমকম হাসফুস করা কেওটের সাথে ঘর বাধতে নেই।।
অামার অন্ধকারের পদাবলীতে কখনই সাথি হবে না জানি
তবু কষ্ট করে কষ্ট দিও না হে গিরগিটি।।
আজ এ মাতাল হাওয়ায় বরফ জলে ভিজে চলেছি একা,
সাধ্য কি বা আমারদেখা,
তোমার চোখের রেখা।।
তোমার চোখে এ হয়রানি,
আমি অবশ, আমি অর্ধেক পড়ে রই।
আমার জন্ম বৃথা বিকালে,অল্প আলোয়, খা খা করে।
দু:খুমিয়ার স্বপ্ন নিয়ে, মিছে সবাই খেলা করে।।
তবু অতল আমার স্পর্শ করে, ফিরে যাব সেই নষ্ট গ্রহে।।
তোমার কাছে আমার স্বাক্ষ্য তুফান তোলে
ঠেকাও তারে যেমনে পারো।।