কি বললি রে তুই
রাত্রি এসে খাটের কোণে
কাপড় খুলে শুই?
ক্যান শোব না, গরম লাগে
তাছাড়া মোর আরাম লাগে
ঠ্যাং তুলে তোর গায়ের পরে
আলতো করে চেপে ধরে
ঠাসা যখন মারি
হাওয়ার বেগে চলে আমার
ভালবাসার গাড়ী।।
কি বললিরে তুই
আমি নাকী নাক ডাকিরে
যখন তোরে জাপটে ধরে
বুকে লেপটে শুই?
ক্যান ডাকব না বল
তুই যে আমার কুটুম পাখি
আদর দিয়ে আগলে রাখি
হুশ থাকে কি বল?
আর কিছু না মিছাই
শুধু নাক ডাকার ছল।।
কি বললি রে সোনা?
আমি নাকি রোজ সকালে
শব্দ করি ঘুম ভাঙাতে
সাত সকালে রং ছড়াতে
ক্যান করব না বল
ভোরের আলোয় ঘুরব দুজন
শিশির ধোয়া জল
মাখাবো তোর মুখ খানিতে
খুন হবো তার ঝলকানিতে।।
বুঝলি সোনা, মিষ্টি মিঠায়
বৃষ্টি ভেজা উঠোন কাদায়,
হাসব আমি হাসবি তুই
তাইতো সোনা রাত্রে আমি
ন্যাংটা হয়ে শুই।।
কি বললি রে সোনা?
আমি নাকি তোর জন্য
বিরাট যন্ত্রণা।
গভীর রাতেও জ্বালাই আমি
আমায় ছাড়বি না?