কেঁদে যায় অবিরত মায়াবী সে রাত
শিশির ও সবুজ ঘাস নয়তো প্রভাত
দেখে যায় অনিমেষে অশ্রু যে তার
কে আছে রাত্রির বন্ধু হবার?

যদিবা চাঁদ এসে টানে ও বুকে
সাথে সাথে কুয়াশা দেয় যে ঢেকে
আজন্ম একা যার ধরাতে চলন
কে আছে আপন হবে, হবে যে স্বজন!

কেঁদে কেঁদে রাত্রি সে যায় একা দূর
বিপন্ন শেয়াল এসে বাজায় সে সুর-
"আজন্ম একা তুমি, কেন কাঁদো মিছে
আঁধার যে সারাক্ষণ লেগে থাকে পিছে।"

এভাবেই নিরালায় কেঁদে যায় রাত
আলো এসে সাথি করে বাড়ায় না হাত
মাঝে মাঝে নিজেকে রাত মনে হয়
কানে কানে রাত এসে সে কথাই কয়।

০২অক্টোবর,২০১৪
দুর্জয় টেলিকম, ধনকিপাড়া।